গাছে দেখে ফুল,করে ছিল ভুল
বেসে ছিল ভাল,কাল রাত হল


জ্বেলে দিয়ে আলো,খোঁজে নাহি পেলো
চল চল চল,ভুল হয়ে গেলো


সব এলো মেলো ,ফিরে এই এলো
দেখো দেখো সবে,ফুল ঝরে গেলো


ভাল বাসা তাঁর,করে হাহা কার
হায় হায় হায় ,সব চলে যায়


চির তরে যাবে,ধুলি মাখা গায়
খোঁজে নাহি পাবে ,গাছে ফুল সবে


ফুল ছাড়া গাছে,মায়া সব মিছে
আদর সোহাগেও, পাবেনা কাছে


এই সেই জীবন,হারিয়ে যাবে যখন
চোখের জলেও ফিরে পাবেনা তখন


যত প্রিয় জন প্রতিবেশী মোর
চোখের আড়ালে হয়ে যাবে পর


আমি চাই ফুল,ফুটুক আদর্শ জীবন
পুষ্পবৃষ্টি হবে আমার কাননে কখন


                 সমাপ্ত