কান্নার চোখে নাকি
আসে শুধু জল
হেসে কেঁদে বলেছিল
চল ফিরে চল ।


দোষেগুণে মানুষ হয়
এই পৃথিবীতে
তাই বলে ক্ষমা করে
থেকো একসাথে ।


প্রতিশোধ নিয়ে যদি
খেয়ে যাও মজা
ভুলের মাশুল গুণলে
পেয়ে যাবে সাজা ।


জল নাকি এসেছিল
চোখের তীরে
হারিয়ে সে গিয়েছিল
বৃষ্টি বাদল ঝরে ।


গভীর স্রোত বিরামহীন
ছুটছিল তীর বেয়ে
সেখানেও খোঁজে ফিরে
জেলের ছেলে মেয়ে ।


নদীর দুইপাড় উঁচু তাঁর
ডুব দিয়েছে জলে
অসহায় এই চোখের জল
সবাই যাবে ফেলে ।
☆☆☆☆☆☆☆☆