বিছানায় শুয়ে শুয়ে মনে পড়ে আজ
কবেকার সেই সব ছোট ছোট কাজ ।


বারবার চেয়ে দেখি সব এলোমেলো
ঘরে ফিরে দেখি সেই ভোরের আলো ।


আলো এসে বলে যায় ভুলে যাও সব
কত কিছু চাও বলো কবে হবে নিরব ।


বেলা শেষে অবশেষে নাই তার সময়
আশা মোর ঝরে পরে আঁধারে হৃদয় ।


চাঁদের আলোয় সে লজ্জায় জোনাকি
আঁধারে ঘুরে ফিরে জঙ্গলে একাকী ।


বিনিদ্র রজনী তার সে কত অসহায়
বিজলি বাতিতে দেখি খোঁজে সে আমায় ।
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳