আমি তোমায় চিনি
সাদা-দানা দানা চিনি,
দেখতে লবনের মতো
তিক্ত নয় মিষ্টি জানী ।


তাইতো দেখি বারবার
রাধুনীর হাতে আবার
অপমানিত হয়েও দেখি
থাকো তার কাছাকাছি ।


চায়ের পেয়ালা হাতে
তোমার কদর তাতে
প্রয়োজন শেষে রাখে
দু'হাতেই তুলে তাঁকে


রাঁধতে গিয়েই  বিপর্যয়
লবন চিনি মুখে পরিচয়
চোখ সেখানেই অসহায়
কে ভালবাসবে তোমায়।


          সমাপ্ত