আসবে না আর পলিমাটি
নদীর পথে ঘোলা জলে
খাল বিল নদী নালা চরে
দিয়ে যাবো ভরাট করে ।


মাছে ভাতে বাঙালি রাজ
সব গিয়েছো ভুলে
চর দখলের চলছে লড়াই
পতিত কারে বলে ।


গোয়াল ভরা নেইরে গরু
গোলায় নাইরে ধান
করলে কিরে হায়রে পলি
মন করে আনচান ।


দেশীয় মাছ নেইরে আজ
ফিশারীতেই চলে
সার কিটনাশক ব্যবহারে
মাছের মড়ক জলে ।


বলবো কত ধানের কথা
স্বাদে গন্ধে মান
বৈদেশিক ধানের বীজে
করলো পেরেশান ।


অতি লোভে লাভ হয়েছে
সব হারিয়ে আজ
চাল ও গেলো ছালাও গেলো
নিঃস্বরা করে সাজ ।


           সমাপ্ত