মানিকে মানিক চিনে
রতনে রতন
চুর জানে কার ঘরে
আছে সোনাধন ।


বাঙালি জানেনা শুধু
তরমুজরে কয়
বৃক্ষ তোর নাম কি
ফলেই পরিচয় ।


ভাল মানুষ গাঁয়ে তার
লিখা নাহি রয়
আচার আচরণে চড়ে
বংশের পরিচয় ।


জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভাল
বিশ্ব জোড়ে ছড়িয়ে দাও
জ্ঞানের আলো ।


জ্ঞান গরিমায় বিলিয়ে
করিওনা ভুল
লোকে তোমায় বলবে ও
গোবরে পদ্মফুল ।


নাম দিয়ে তার কখনো
হয় সেই পরিচয়
কর্ম গুণে সে অভিশপ্ত
সে মানুষই নয় ।
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃