প্রতিদান
কাজী আফজাল
                   -04-11-2018-
কালো অধ্যায়ে থেকেই যাবে
কালোর আছে ইতিহাস
আলোর চতুর্দিকে চেয়ে দেখো
আঁধার করে বসবাস ।


হাজার প্রদীপ যদি জ্বালাও সবে
আলোকিত হবে তা ঠিক
আলোর প্রদীপ যদি নিভে যায়
কে তরাবে সেদিন সঠিক ।


যতই আধারকে দাও তাড়িয়ে
সে তোমায় রাখবে চাপে
আঁধারে আলোর প্রদীপ জ্বেলে
পথিক পথ খোঁজে পাবে ।


আলো আর আধার দুপথের মুখে
সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি
সুনাম আর দুর্নাম প্রতিদান দিতেই
অপেক্ষায় আছে দিবারাতি ।


সৃষ্টির দৃষ্টিতে বিশ্বে নয় ভাল মন্দ
সন্তুষ্টি তার নির্দেশ পালনে
ভাল আর মন্দ,আলো আর আঁধার
নির্দেশ মেনে চলে ভূবনে ।


যার যা কিছু প্রাপ্য যথোপযুক্ত সময়ে
পরিপূর্ণ ভাবেই পেয়ে যাবে
সৃষ্টির আবির্ভাবের পূর্বেই সব সাজিয়ে
সুকৌশলে রেখে দিল রবে।


কি করলে কি পাবে সাজানো বাগানে
নিজের ভাগ্য নিজেকে গড়ে
জীবনকে এবার সাজাতে হবে শিখানো
কোরান হাদিসের আলোকে ।


             সমাপ্ত