করোনার সাথে বসবাস-


লকডাউন আর একাকী আছে ঘরে
বের হলেই মাস্ক সেনিটাইজার পরে ।


মনে মনে ভাবে লকডাউন উঠে গেলে
পূর্বাবস্থায় ফিরে সবাই আসবে চলে ।


ঘন ঘন সাবান দিয়ে দু'হাত ধুয়ে তবে
কতদিন এসব করবেন ফিরবেন কবে ।


স্বাভাবিক জীবনে কখন আসবে ফিরে
আগের মতো ঠিকঠাক চলবে নীড়ে ।
                    ☆☆☆


️লকডাউনে আছেন, একাকী ঘরে বসে আছেন,
আইসোলেশনে আছেন, মাস্ক পরছেন,
সেনিটাইজার ব্যবহার করছেন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুচ্ছেন- সব ঠিক আছে ।
কিন্তু কতদিন আপনি এসব করবেন ?
আপনি ভাবছেন- লকডাউন উঠে গেলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবেন, পূর্বাবস্থায় ফিরে যাবেন, সব আগের মতো ঠিকঠাক চলবে, কোনো সমস্যা থাকবে না। কিন্তু


করোনার কি হবে ?


সে কি যাবে ফিরে তাঁর আপন ঘরে
সর্বশেষ চিন্তা চেতনা তাই মনে করে


নাকি উৎপাত তাঁর আরো যাবে বেড়ে
সহসা এই চিন্তায় মন নিয়ে যায় তেড়ে ।


মেহমান তুমি মেজবানকে দাও শান্তনা
করোনা কি আর কখনো ছেড়ে যাবেনা ।


মেজবান ভাবছে করোনার কি হবে
প্রেম পিরিতি তাঁর ছেড়ে নাহি যাবে ।
                   ☆☆☆


ভাবছেন করোনা তার ঘরে ফিরে যাবে, তার উৎপাতও থেমে যাবে। এধরনের চিন্তা করলে কিন্তু ভুল করবেন। করোনা সহসা যাচ্ছে না। করোনা হয়ত বহুদিন (আসলে কতদিন তা কেউ জানে না) আমাদের সাথে থাকছে।


তাহলে উপায় ?


থাকবো নাকো লকডাউনে
দেখবো এবার জগতটাকে


করোনা ভাইরাস যায় ছড়িয়ে
কেমন করে দেহ থেকে দেহান্তরে ।


দুর্বল শরীরে তুই করবি ভর
প্রতিরোধ ক্ষমতায় বাধব ঘর


দেখবো এবার তোমার দৌড়
তোর কি নেই মরনের ভয় ডর ।
                ☆☆☆


ভয় পেয়ে আজীবন লকডাউনে থাকবেন, ঘরে বসে থেকে জীবনটা কাটিয়ে দেবেন ?
মাস্ক পরে, সাবান বা সেনিটাইজার আর এক বোতল পানি কাঁধে নিয়ে কাজে বা রাস্তায় বেরুবেন ?
এসবের কোনোটিই সমস্যার সমাধান নয়। বেশি দিন আর লকডাউন থাকবে না। ঘরের বাইরে আমাদের যেতেই হবে। করোনার সাথে বসবাসে আপনাকে আমাকে অভ্যস্ত হতে হবে।


কী করবেন ?

প্রতিরক্ষা ক্ষমতা দাও বাড়িয়ে
দৈহিক প্রতিরোধ ছড়িয়ে ।


যতক্ষণ বাঁচবে ততক্ষণ লড়বে
জীবাণুর সাথে যুদ্ধ করে বাঁচবে ।


অসীম দয়ালু দাতা আল্লাহর উপর
বিশ্বাস রেখো সর্বময় ক্ষমতার ঘর ।
                 ☆☆☆


️আপনাকে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যাতে করে আপনি করোনার মতো অন্যান্য ভাইরাস বা জীবাণুর সাথে যুদ্ধে জয়লাভ করে বেঁচে থাকতে পারেন। আপনাকে আপনার লাইফ স্টাইল বদলাতে হবে।
আর একটি কথা । অসীম সাহস ও আল্লাহর ওপর ভরসা আপনার প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক ও মানসিক সুস্থতা বহুগুণ বাড়িয়ে দেবে। সুতরাং এখনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।