সব ভুলের হয়না সংশোধন
থেকে যায় আফসোস
দয়াই ক্ষমার অপূর্ব নিদর্শন
সংশোধনে করে নির্দোষ ।


শাস্তি যাঁর শেষ সমাপ্তি নয়
ক্ষমার নাহি পরিচয়
মহিমা তোমার করিয়া প্রকাশ
অতিশয় তুমি দয়াময় ।


তোমার করোণা ছাড়া কে আছে
চালাতে সঠিক পথে
সন্তুষ্টি তোমার যে পথে আছে
চালাও মোরে সে পথে ।


ভুল করেছে যাঁরা ক্ষমার আশায়
নিরবে ডাকছে তোমায়
জানিনা যে মোদের শেষ কোথায়
আছি তোমারই ইচ্ছায় ।


নিঃশ্বাসে মোর নেই সেই বিশ্বাস
কখন কি সব হয়ে যায়
আসা যাওয়া শুধু শেষ কথা নয়
মন তোমার সন্তুষ্টি চায় ।


ইচ্ছে গুলো মোর বেদনা দায়ক
যন্ত্রণা হয়ে যাচ্ছে কাতর
দয়া করো ওহে পরম করোণাময়
বিছিয়ে শান্তির বালুচর ।