কবিতা ! কবিতা ! কবিতা !
তা নয়- তা নয়- সবিতা !
রচয়িতা হও যদি এই ভবে-
সূচনা করেছো কে কবে  ?


কবিতা হয় যদি আকাশ,
ভাব-আবেগের বহিঃপ্রকাশ !
চাঁদকে নিয়ে মেঘের লুকোচুরি-
কালবৈশাখীর আসছে সর্বনাশ !


মাটির দেহ ছেড়ে প্রাণপাখি
বাতাসে যায় যদি উড়ে ।
কায়া ছেড়েই মায়া সর্বহারা
কখনো ফিরবেনা নীড়ে ।


পথের যাত্রী টিকেট নিয়েই
প্ল্যাটফর্মে দাড়িয়ে আছি ।
যেতে হবে সব কিছু ছেড়েই
কোথায় গিয়ে বল বাঁচি ?


কালো মেঘের চোখ পড়েছে
জুসনা রাতে চাঁদের উপর !
সৃষ্টি আবার স্রষ্টা হয় নাকি
ধ্বংস হবার রাখেনা খবর ?


আরে কবিতা ! বলবে কত কথা !
শেষ হবেনা থেকে যাবে ব্যথা ?
তাঁর চেয়ে চলো মিলে সবে
স্রষ্টার কাছে নত করি মাথা ।
              সমাপ্ত