দুঃখ পেয়োনা আঁধারে
চাইলেও কিছু পারিনা
আঁধার কে ভালবাসিনা
তবুও ছাড়েনা কেউরে ।


গভীর আঁধারে ডুব দিয়ে
মুক্তা মানিক কুড়িয়ে এনে
মানুষ যত এ বিশ্ব জোড়ে
নৈতিক আদর্শ চাই ঘরে ঘরে ।


আঁধারে আলোর খোঁজে সবাই
অন্ধকারে কেন পড়ে থাকা চাই
আলোর ভোরে সবে এসো চলে
সময় যাচ্ছে চুপিসাড়ে,কিছুই না বলে


দ্বারে এসে ফিরে যদি চলে যায় সে
চরম শাস্তি আছে পরকালে
আঁধারে সুশীতল শান্তনার আলো
এসো ইসলামের ছায়া তলে ।


সুস্থ সমাজের আশায় বেঁধে বুক
আঁধারে নির্ভয় সততায় সুখ
বিবেক যদি জাগ্রত না হয়
আঁধারে যন্ত্রণা কেবা কারে কয় ।


স্বর্ণালি একটি সকালের আশায়
স্বপ্ন মোর আঁধারে নাহি হারায়
হাজার তারারা হাতছানি দিয়ে ডাকে
চন্দ্র যেখানে আছে সূর্য আসবে ভোরে ।
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳