বর্ণ ছড়িয়ে দিয়ে হয় শব্দের চাষ
বাক্যের প্রণালীতে করে বসবাস ।


গোলাগুলি শব্দে মুখে ফুটে ভাষা
ছন্দের লয় তালে হয় ভালবাসা ।


বাক্যের গঠনে জেগে উঠে নেশা
ভাষায় প্রকাশ করে মনের আশা ।


নতুনের জন্ম নামে প্রবন্ধ কবিতা
প্রজন্মের ছড়াছড়ি রয়না নিরবতা ।


কিন্তু কবির কবিতা হয় যদি ত্রাস
ভাবার্থের বিনিময়ে হয় সর্বনাশ ।


ভাষার সন্ত্রাস হয় বর্ণের বিন্যাস
অর্থবোধক হলে সাবাস সাবাস ।


বর্ণের গড়মিলে শব্দের অর্থ বিনাশ
ভাব যদি হয়ে যায় পরিপূর্ণ প্রকাশ ।


লিখিত ভাষায় হবে অর্থের সর্বনাশ
মুখের ভাষায় হয়ে যাবে ভাব প্রকাশ ।
☆☆☆☆☆
চলবে--