ভয় ধরিলে ছাড়বে নারে
যমের ঘরেও গিয়ে
ভয়কে তুমি জয় করিবে
কোন সাহসে লড়ে ।


জলের বলে থাকবে কুমির
ব্যঘ্র বনের রাজা
ভয় ধরিয়ে দিলেই তোমায়
হয়ে যাবে সাজা ।


ভয় কখনো দেখেছো কি
গিয়েই কাছাকাছি
ভয়ঙ্কর সে,রুপ কি যে তার
উপড়ে ফেলে হাসি ।


ভয়কে নিয়ে বাস করে যে
কি যন্ত্রণার বাসা
ভয় পেয়ে আজ থমকে আছি
ভয় তাড়ানোর আশা ।


কার ভরসায় থাকবে আবার
দেখছোনি একবার
ভয় যে এবার দুর হবে তার
আল্লাহু আকবর ।
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺