আকাশ ভেঙে পড়ে
দুখের অকপটতায়
মন রয়না ঘরে 
ভাবের মাদকতায়
বেঁচে আছি তবু
মনে হলে কভু
ইচ্ছে হলে দেখে যেও
কোন নীরবতায়
এসে দেখে যেও আমায়
কোন নীরবতায়--।।


জোয়ার জলের মোহে
ব্যাকুল নদী কূল
নয়ন গেল ভেসে
ভুল সবই ভুল
গরল উঁকি দিল বুঝি
আমার সরলতায়
ইচ্ছে হলে দেখে যেও
কোন নীরবতায়
এসে দেখে যেও
আমায় কোন নীরবতায়--।।


রাতের কালো ছোটে
ভোরের পাখির ডাকে
ঝরা ফুল কি ফোটে
আশার কোন বাঁকে
নিরাশ আমি ঢেকে গেছি
মায়া আশালতায়
ইচ্ছে হলে দেখে যেও
কোন নীরবতায়
এসে দেখে যেও আমায়
কোন নীরবতায়--।।