যত অবিমান করে নাও তুমি,
তাতে নাহি কোন কিঞ্চিত ক্রোধ,
তবু তোমার স্নেহ কোলে রাখিব মাথা,
যেদিন দৃষ্টিপটে পড়েছিল তুমি।।
সেদিন স্মৃতিপটে গাঁথিয়াছি আমি
আমি দিকহারা নাবিক পথহার পথিক।
তোমার জৌতিময়ে খুজে পাই দিকবেদিক।
আমার ডানা আছে উড়তে জানিনা!
আমার কান আছে শুনতে পারিনা!
মন থেকেও বদির চক্ষু থাকিতে অন্ধ!
কেবল তোমার শুধায় সজীব হই আমি।
তুমি আমার প্রান সার,
পথহারা পথিকের আলো,
নয়নের জ্বল মন ময়ূরকণ্ঠী।
যত অবিমান করে নাও তুমি,
তাতে নাহি কোন কিঞ্চিত ক্রোধ।