আসছে ধাওয়া লাগছে হাওয়া,
ডান দিকের ঐ পালে।


ঝড়তুফানে রোদ হেসেছে
অন্ধকারের শেষ হবে পথচলা।


এবারই মা মূখ্য সময় একসারিতে আসি
হাঙ্গর শুকুর বাদছে লড়াই ঐ যে তারা মাঠে ।


সব ভেদাভেদ ভুলে মোরা ঐক্যের জুটি গড়ি।
ডানপন্থীদে উত্তান হবে আত্মবিশ্বাস রাখি।


ঘুরে ঘুরে মরছে তারা, মানব সৃষ্ট তন্ত্রমন্ত্রের পিছে,
এবার তাদের বোধ হয়েছে কল্যাণ নাহি তাতে।


মরছে তারা বেধেঁ লড়াই দেশ-দেশান্তরে,
কোন যে আশায় কার ভরসা ঐ পরপারে।


ঐ ডানদিকের যাত্রী তারা কতই ভাগ্যবতী,
বাচঁলে গাজী মরলে শহিদ আল্লাহ ওদের ভরসা।


ঐ ডানদিকের মাঝি আমি করিয়া যাহি আরতি,
যাত্রাপথে হোক বিড়ম্বনা, কল্যাণ পুরে যাবে তোমরা।