সোনামণি  ( ছড়া )
আব্দুল আহাদ
উঠ সোনামণি উঠ সোনামণি,
উষার আজানের সুর মোরা শুনি,
শয়তানের তালা ভেঙ্গে মোরা সব উঠি ।
কলুষিত মন ধোয়ে ফেলে স্রষ্টার বাণী শুনি
ঐ দেখ মুয়াজ্জিনের মধুর সুর শুনে,
পাখিরা কলরবে উঠেছে তোমার পূর্বে ।
তাসবীহ জপে জপে আনন্দ করছে তারা সবে ।
চল মোরা বই হাতে যাই ঐ পাঠশালাতে ।
লেখাপড়া করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি ।
হিংসা বিদ্বেষ ভুলে  মিলেমিশে থাকি,
হিন্দু মুসলিম ঐক্য গড়ি মোরা সব বাঙালি ।