সে আমি (পরিচয়)
অর্থে নিম্নবিত্ত, মনে উচ্চবিত্ত।
শিক্ষায় স্বল্প, বুঝায় সুক্ষ্মদর্শী।
নীতিতে আপোষহীন,
নৈতিতে প্রচলিত নেতামুক্ত।
দেখতে মিশুক, মিশতে অর্ষ।
বক্তব্যে স্পষ্ট, মিথ্যা বর্জনীয়।
সর্বদা মুচকি হাসি,নিরবে অন্তর চুখে কাদি।
পোষাকে সাদামাঠা,পরিচ্ছন্নতা ভালবাসি।
অহংকার মুক্ত,ধৈর্য সম্পদে পরিপূর্ণ।
পরচর্চা ঘৃনা করি,জ্ঞানীদের মহব্বত করি।
সত্যের সন্ধানে রাস্তা খুজি,
অন্ধ তাক্বলীদকে প্রত্যাখ্যান করি।
ব্যক্তি পূজা, মানবতন্ত্র ঘৃনা করি।
একাকীত্ব ভালবাসি, অধ্যায়নে মগ্ন তাকি।
বিশ্বাসে একত্ববাদী, আমানতে বিশ্বস্ত।
শ্রমকে মূল্যায়ন করি,তাওহীদে ভরসা রাখি।
জীবকে ভালবাসি,ফিৎনাকে অপছন্দ করি।
তুচ্ছ দানকেও সম্মানে গ্রহন করি।
দারিদ্র ক্ষুদায় কারো কাছে হাত পাতিনি।
এখনও আমি ব্রক্ষচারী, বৈধ যৌনসংগম ভালবাসি।
আমি আব্দুল আহাদ। মানবতার কষ্টে কাদি।