ফেব্রুয়ারির একুশ তারিখ সূর্য উঠার লগনে
প্রভাতফেরির মিছিল যায় শহিদ মিনার অঙ্গনে।
মাতৃভাষা বাংলা চেয়ে প্রাণ দিয়েছে রফিক ভাই,
হলুদ ফুলের শ্রদ্ধা এঁকে, শহিদবেদিতে রাখছি তাই।
সকাল কাটে দুপুর কাটে আলোচনা আর বক্তৃতায়,
সন্ধ্যা কাটে ভাষা দিবসে ভাষার গানে কবিতায়।
আবার মধ্যরাতে মোবাইল ফোনে বার্তা লিখি বাংলিশে,
পরের দিনই ভুলছি সবই বাংলা ফেলে ধরছি কথা ইংলিশে।


শিখতে হবে নানান ভাষা নানান কাজে কারণে,
তবে দেশের কথা যাবে বলা আন্তর্জাতিক প্রাঙ্গণে।
ভিনদেশেতে গেলে জানি ভিন্ন ভাষা লাগবে ভাই,
ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই ভিন্ন ভাষা শিখব তাই।
অপমানে ডুবছে কেন মাতৃভাষা মুঠোফোনের বার্তায়?
বাংলা বর্ণের বাংলা ভাষা ভিন্ন বর্ণে, একটুও তার শোভা নাই।
আমরা কেন মায়ের ভাষা বুকের মাঝে পারছি না যে আগলাতে,
মনের কথা মায়ের ভাষায় মনের মতো লিখছি না কেউ বাংলাতে?


এই যদি হয় ভাষার দশা, লাভ কী তবে ফুল দিয়ে?
আর্তনাদে একুশ কাঁদে, ভাষা কাঁদে ফোঁপিয়ে।


ফেব্রুয়ারি ২১, ২০২৩