বাদামি খোলসে লালচে আবরণ,
মাঝে আবৃত বীজে ক্ষুধা নিবারণ।
বাদাম বলি তাকে, নেই কোনো হেলা।
উপরে রুক্ষ, খসখসে, ভেতরে তেলা।


মরুভূমির ভূমিতে গেলে রুক্ষ মাটি,
বালুময় উত্তাপে উটে বসে হাঁটি।
গভীরের গভীরতায় খনিজ খনি
আছে ভুরি ভুরি সকলে জানি।


হাজারো লাল, নীল ও সবুজের সমাবেশে,
কিছু কিছু মানুষ আছে পৃথিবীর নানা দেশে।
উপরে রুক্ষতার প্রলেপ, ভেতরে মসৃণ,
হোক সবকিছু আলুথালু, হৃদয় নির্ঘৃণ।


লাল, নীল বা সবুজের নেই কড়াকড়ি,
নেই অন্যকোনো রঙ্গের তেমন ছড়াছড়ি।
তাদের রঙ মরুভূমির রঙের মতন,
হালকা হলুদাভ, মাঝে বাদামির ফোড়ন।


এই পৃথিবীর অসম্ভব সৌন্দর্যের মাঝে,
আপন মহিমায় থাকে তারা সকাল-সাঁঝে।
তাদের সৌন্দর্য উপরের চলাচলে না মিলুক,
গভীরের সমস্ত সৌন্দর্য আপামর না জানুক।


এ পৃথিবী হয়তোবা টিকে থাকে তাদের শ্রমে-ঘামে,
আর মালিকানা রেজিস্ট্রি হয় কেবল আমাদের নামে।
তারা পৃথিবীর চাকা দুহাতে ঘুরায়, দুপায়ের চালায়,
আর আমাদের দিয়ে যায় অনাবিল সুখ হেথায় সেথায়।