----------মৃত্যু তোমারও আসিবে বরং"
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধিুরী
------------------------------------------------------
ভাসন্ত ভাবনায় ডুবে কতশত ত্রুটি নিয়ে এ জীবন
আতংক চিৎকার-তারপরও দেহায়ব হেঁটে চলে
আকাশ,মৃত্তিকা,জলে, খুঁজে শুধু সুখ আর সুখ-
অজস্র আঘাত পেয়েও গায়-সুর জ্বলে
প্রণয় প্রেমের পেরেশানি গান।


পৃথিবীর বিচ্ছেদ যে কত কষ্টকর যে যায় জানে তার
রক্তহীন দেহের কত ব্যবধান-
এই পথ চেনা পথ শেষ হয় যবে
তখনও গিয়েছে কতপ্রাণ চেনাপথ ধরে।
চারপাশে ভারহীন তালগাছ খাড়া
গুচ্ছ গুচ্ছ বাঁশঝাড় প্রশান্ত পাতার ঘুম ভেঙ্গে দিয়ে
চলে গেছে মেঘফোটা ঝিরিপথ বেয়ে
নদীপথ মরে গেছে জলকিছু জমা আছে
আধঘোলা তলদেশ পরে।
প্রেমহীন লতাগুল্ম পায়ে পৃষ্ট হয়ে
ভিতর ফুঁড়ে কী,করুণ বিষণ্ণ আওয়াজ ছাড়ে
ভাগ্যক্রমে বেঁচে আছে যারা- চারিদিকে ঘুরে ঘুরে
যখন ফিরে আসে বাড়িটির ধারে
চেয়ে দেখে চেনামুখ ঘরে নাই, শূন্যতায় হাহাকার করে।
জগতের একি লীলা বিষাদের ছায়া ঘিরে
চারিদিকে এত বেদনার সাজ-


অগণিত কবরের পাশদিয়ে পৃথিবীর নগ্ন মানুষের
আসাযাওয়া তাদের নিবিড় ঘুমের বিঘ্নিত করে।
মাটির ওপার থেকে লাশে্রা মৃদু চোখে দেখে-
কত ঢং করে যুবা কতো রূপ যুবতীরা ধরে।
নিঃস্ব রূপের দেহ পরে যেতে যেতে-অপেক্ষায় থাকে


একদিন অপেক্ষারর শেষটুপ
টুপকরে ওপারে নেয় টেনে।


স্বজন বন্ধুরা এসে কতটা প্রকট আর ভয়ানক মনে
রক্তহীন দেহ যত্ন করে নিয়ে মাটিতে-ই রাখে
মলিন ধূসর হয়ে-মেখে থাকা শেষনীল শরীরের রং
দুনিয়ার লোভ ছেড়ে এখনও দাঁড়াও তবে- হে বন্ধু?
মৃত্যু তোমারও আসিবে বরং।
------------------------------------------------
০০:৩৫
১৭জানুয়ারি ২০১৮
প্রকাশিত কবি ও
কবিতার ওয়েবসাইট
লেখক কর্তৃক সংরক্ষিত।
---------------------------------------