-------অন্ধকার কবরে"
--------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
প্রেম ও প্রেম, প্রেম তুমি নিয়ে এলে
যৌবনের অনিরুদ্ধ মায়াবী শরৎ ,
কেনো তবে জল ছেড়ে বিলাপের বৃষ্টিস্নান বিমর্ষ  বদন,,
রঙ্গশালায় শুধু রঙে যাবে বেয়ে একি হয়
পৃথিবীর আশ্রয়ে এতো প্রেম খোঁজ তুমি ক্ষুদ্র এ জীবন।
সুখের অতিরিক্ত চাওয়ার স্পর্শে কখনও
প্রেমের হয় পরাজয়,
অবিরত জলস্নাত ঝড়ের অশ্রুসিক্ত প্রেমের নয়ন,
যন্ত্রণা আর সুখের স্রোতের ভিতরে  
একদিন হইবে মরণ।  


তখন প্রেমের চিত্ত সাহসে স্পর্শ করে পৃথিবীর ঢাকনি দিয়ে লুকিয়ে রেখে হাসতে হাসতে চারদিকে চেয়ে
পুরাতন ক্ষত চিহ্নের উপরে পা রেখে
নিরব শব্দে প্রবেশ করবে পৃথিবীর প্রেমের নগরে।
তখনই সার্থক প্রেমের জল,
আলোকিত করে তোমার চারপাশে ঘিরে রবে
ছোট গুহার অন্ধকার কবর।
কি হবে তোমার ভিতরে রেখে-
ও কবর?সেই সময় গভীর আঁধারে তুমি শুনিতে পাবে
আমার গর্বিত হৃদয়ের সঠিক উত্তর।
----------------------------------------------------------
প্রকাশিত কবি ও কবিতার
ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
--------------------------------------+