------------বিরোধের নরক ভুলে"
----------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
সৌদি রাজপরিবারের ভ্রান্তি বিলাস নাস্তিক মৌন স্বার্থে
চারদিকে শোক সংবাদ করেছে ধ্বনিত---
কোটি কোটি মানুষ আজ ভয়ে আছে রণ হুংকারে
কেবলই আমার চাই কেবলই আমার।
সিরিয়া,ইরাক,ফিলিস্তিন,আফগানিস্তান,
নতুন করে কাতার অবরোধ, ইহুদি রাষ্ট্রের
অন্যায় প্রশ্রয়ী নিয়ত ধারার বুভুক্ষজনিত।


তাদের ইচ্ছার স্বরূপ লিপ্ত-
পবিত্র তীর্থের রক্ষক দাবীদার নিরব, জঘন্য চক্রান্ত,
দৃষ্টি শূন্য কিছু কিছু দেশ জানায় আন্তরিক স্বাগত।
নিরপেক্ষ প্রমাণ নেই  প্রতিকারী ভয়ে
অসহায় অন্ধকারে প্রজা সব
নিজের চেষ্টায় চলে যারা তথা প্রাণ হারায়
এরই নাম আরব অনিষ্ট অগণিত।


কোথাও নাই স্বাধীনতার আত্মপরিচয়
নিরব চেষ্টার বিবর্তনে অন্ধকার চোখে
মহান প্রভু ছাড়া কেউ নাই পাশে
ক্ষুধা মনে সুধা নেই,
অন্যায় রুদ্রসম ভব সংসারে, অবশেষে।
অকর্মণ্য শয়তানরা নিজের স্বার্থের অহমিকায়
নতুন সিদ্ধির সন্ধানে।
এসো সাহসি হাত তুলে দাঁড়িয়ে
শত্রু,, মিত্র, সত্য নিয়ে অলিক মিথ্যায় প্রভাবিত
রুদ্ধ করে,,,, উত্বাল হৃদয় সিন্ধু,,, নতুন সৃজনে।
কবরী এলায়ে আবার নতুন প্রভাত উদয় হবে
ন্যায়ের আলোয় নব জাগরণে,
বিরোধের নরক ভুলে-
স্বর্গের অগাধ ভালোবাসার হৃদয় নিয়ে
মানুষের অনাথ নগরের অমৃত মিলনে।
---------------------------------------------
প্রকাশিত
কবি কবিতার ওয়েবসাইট।
জনপ্রিয় এক্সপ্রেস পত্রিকায়
প্রকাশিত। লেখক কর্তৃক সংরক্ষিত।
Richmond
England,
13 June 2017
at 01:33
-----------------------------------------