-----সবুজ দর্পণ"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
তোমার অসরল ছায়াটি বড্ড আমাকে
বিরক্ত করে পৃথিবী?
তোমার রমণীয় ভ্রমের আকুল সংর্ঘষের অপস্রিয়মাণ
চরিত্রের কীর্তন-প্রকৃতির সুন্দর গড়ণের তমুল স্বৈরচার
তুচ্ছ এ জীবন বাজি-
যদিও তোমার ক্ষণস্থায়ী অপূর্ব আকর্ষণে চুম্বকটান।


চন্দ্র,সূর্য, গ্রহ-তারা আসমান জমিন বলো?
তোমার কোনখানে আঘাত দিয়েছি আমি-
তবে কেন আমার কষ্ট ধাবনে তোমার আগ্রহ বেশী।
আমি মুক্ত,চঞ্চল অধির আগ্রহে সাগরের ঢেউ খেলানো
দীপ্ত ব্যাপ্তি অগণিত অজস্র কলতানে ভেসে আত্মপ্রেমে
ছুঁয়েছি অজস্রবার সুনীল আসমান।
আমি পাথরের পাহাড়ে মুক্ত নৃত্যে মাতিয়া লিখেছি-
পুস্পকুঞ্জের বান্ধবসঙ্গ চিত্তবিত্তে ধুলোশয্যার এ জীবন,
কবিতায় করেছি মহান।


আমার শরীরের সুস্বাস্থ্য সুশোভন বিষাদের ছাঁচে-
রেখেছি আদরা বোধশক্তির পিয়ালা দুঃখে বলকাচ্ছে
তীব্র আঁচে বারবার-
তবুও হে-আমার প্রিয় পৃথিবী? একবারও খোঁজ নেয়নি
কেমন আমার হালচাল?
মুক্তিরএ বসন্ত?সুপ্ত পাথরের সৃষ্টিতে শুভকামনা বিলুপ্ত
তোমার অন্যায়ের কাছে হেরে যাবে মহাকাল।
নতুন শিশুদের বয়স বাড়বে-বৃদ্ধ হবে আগামীকাল-
পরকাল গমনের অপেক্ষায় হাজারও রোগের ঝড়ে
শরীল হবে উন্মাতাল।


আলো বিলুপ্ত হবে প্রমিত দ্বন্দ্বে-
সুরহারা সংগীতের প্রবাল।
তোমার অন্যায় আগ্রহ আমার হৃদয় সংগীতে-
গভীর অতলে সুর অরিত্রহাল।
বৃক্ষের সবুজ পাতার প্রান্তরে প্রান্তরে কবিতার সুর জ্বলে খোলে যায় সকল রুদ্ধ দুয়ার-
আমার ধারণা উদ্ভাসিত হচ্ছে বৃক্ষের পত্রালীতে
ঝলমলে সূর্যের সবুজ দর্পণ-
তবুও অন্যায়ের কাছে আমি করব না আত্মসমর্পণ।
---------------------------------------------------
প্রথম প্রকাশ-
28 mar 2016 at 03:37
প্রকাশিত কবি ও
কবিতার ওয়েবসাইট।
--------------------------------------------