ধন্য এ ধরণী"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
তুমি নারী মোহছন্দ সৃষ্টির নিখিল নিখু্ঁত সুন্দরী
তোমারে হেরিয়া কত শিল্পী আঁকে ছবি
কত কবি লিখে যায় রূপেতে অস্থির হয়ে প্রীতির দহন
তোমার প্রেমে পরে ঝরে অশ্রু হাহাকার তুলে
আর করে কতো অশান্ত ক্রন্দন।


রূপহৃদে ঢেউ তুলে কত নিদ্রা চেয়ে থাকে
কত জ্বালা উঠে মনে করে কতো জীবনের ভুল,
চায় তব চিরনিশী যাপনের তরে
স্বপনেতে জেগে উঠে শয়ন শিয়রে
তোমার প্রেমে পরে গায় গান ধ্বনি তুলে তুলে


পরাণ প্রিয়সীর তরে কতনিদ্রা চেয়ে থাকে
উন্মাদ নয়নে হেরি মুরছিয়া পরে বারবার
তোমার পরশ লাগি ধরণীর সুখে পরে
মনে আনে ঢেউ কত আনন্দ মঞ্জরী।


তোমারে পাইলে কাছে চোখেতে চোখ রাখি
দেয় কত জয়মালা গলে,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি নারী পুরুষের ধন
হাসি মুখে চল মনে
নাহি ত্যাজ নারীর আসন
নম্র স্তবক সখি বসন্তের দিনে
তুমি পরুষের শোভন।


পুরুষের প্রেম তবহিতে তপস্যা সুন্দর
পুরুষ বিহনে তবদেহ তুচ্ছ অহমিকা
বন্ধনে মিলিয়া মিশে করে আত্মার সন্ধান
তুমি নারী গৃহলক্ষ্মী।


তোমার প্রেমে রতিবিষে হয় যে অজ্ঞান
তব সঙ্গ কাম সুখে জেগে উঠে প্রাণ
পুরুষের মোহিনী তুমি মূর্ত মায়াবিনী
লভিয়া তোমার সুখ ধন্য এ ধরণী।


বিনান** কাব্যগ্রন্থ থেকে।
জনপ্রিয় সময় পত্রিকায় প্রকাশিত
প্রকাশিত এ বেলা পত্রিকায়
প্রকাশিত কবি কবিতার ওয়েবসাইট।