--------সুখী হবে সেই দিন"
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
জীবনের মায়ায় জড়িয়ে আছো
হিসাবের খাতার যোগবিয়োগের জিন্দেগীর ভুলে।
অন্ধকারের বুকে হেঁটে চলে কালো রাত্রি প্রায় শেষ
শরীর বিচ্ছেদের বিভেদে প্রায় শঙ্কিত
রশনাই মনের সেতারে কি সুর বাজে গো বন্ধু
কান পেতে শোন একবার-
এ জীবন একবার চলে গেলে ফিরবে না আর।
মৃত্যুর মিনতিপত্র দুয়ারে আসে কখন


ওগো বন্ধু সময় যে নাই আর।
ছিদ্রহীন করে দেহ অনেক ব্যথার,
হায় নিয়ে যাবে প্রাণ যে তোমার
সময়ে হুসিয়ার হলে না নিদারুণ নিদ্রার অবসরে
তোমার সকল স্বপ্ন পৃথিবীর লোভ মৃত্যুর আঘাতে


চুর্ণ হবে, বন্ধ হবে নৈঃশব্দের দ্বার।
হে বন্ধু শোনো কান পেতে শোনো,
সত্য পথে চলো জীবনের এখনই সময়
অন্যায় যেখানে রুখে দাঁড়াও সত্যের সন্ধানে।
মানুষের ভীড়ে খুঁজে পাবে তুমি অনন্ত বরাভয়,
দেখবে অন্তর হবে মোহন মনোহর শুভ্র সমুজ্জল
পবনের নাও শূন্যে ভাসিয়ে দীর্ঘ মহান সরল পথে
লক্ষকোটি তারা বেয়ে উঠো অসীম গগণে।
যতোদিন বেঁচে থাকো বন্ধু?


মনের ভিতরে শান্তির বাণী নিয়ে ধাও
যৌবনের রক্ত রাঙ্গিয়ে হিম্মত রেখে বুকে।
অরণ্য ধরায় যতটা দিন বাঁচো সিংহের মতো করে-
সবুজ মস্তক উন্নত রেখে সরল সুন্দর পথে,
ক্ষিপ্র প্রখর দুপায়ে ধেয়ে-
শান্তির হাত বাড়িয়ে দাও পৌড়জীর্ণ এতিম অসহায়ের
জীর্ণ কুটিরে।


টাকাকড়ি অনেক কামাই করেছো বন্ধু?
ভুলের পাপে পৃথিবীর গুদাম ভর্তি কতো করেছো সঞ্চয়
তোমার আত্মায় পুণ্য ভরিয়া লও হে বন্ধু? এখনই সময়।
পুণ্য মধু হৃদয় অতলে ফুঁড়িয়া গভীর রজনীর
মহান প্রভুর ধ্যানে কান্নায় ভাসাও আঁখি-
লোভের হৃদয় দীপন করো- না রেখে বাকি।
তোমার কপালে জুটিবে প্রভুর-  
প্রেমের চিরমধুরিমা স্নিগ্ধ প্রেমের ধারা।
দুনিয়ার শেষে গিয়ে মুক্ত স্বাধীন,
অপূর্ব নগর পেয়ে হবে আত্মহারা
তৃপ্ত হৃদয়ে গিরিখাত নদীপাড় হুরির পিঠের পাখনায় হবে উড্ডীন
তীর্থসুন্দর অনন্ত প্রেমের আদরে বন্ধু-সুখী  হবে সেই দিন।
------------------------------
প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়
লেখক কর্তৃক সংরক্ষিত।
  রিচমন্ড
  ইংল্যান্ড।
03:30 2017
---------+++++++---+++++