কি করে পূর্ণ হবে বলো"?
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
অবহেলায় ঘুমিয়ে আছো যৌবনের শরীর নিয়ে
যেনো তুমি কায়া? সময়ের মূল্য নাই-
সুবাসিত সুযোগের করিতেছ হেলা
আকাশ মৃত্তিকার আলোর মধ্যে
যেনো লজ্জাহীন অসার দেহের এক অলস ছায়া।
কর্ণে শুনিতে পাওনা মৃদঙ্গ বাতাসের প্রতিধ্বনি
হেলা করে বেলা যায়-
বিজন বন হতে আসে সুর বিনাসী হাওয়ার,
সুখ নাই শান্তি নাই শুধু দেয় ধিক্কার।


সামনে চাহিয়া দ্যাখো মেলো তবে উদাস আঁখি
কতো ফুল ফুটিতেছে রঙ ধরেছে সবুজ পাতা
সকল সময়ের রূপ থেকে বঞ্চিত তুমি
এখনও ঘুমিয়ে আছ জড়িয়ে সোনালী কাঁথা।
মানুষী দুর্বলতার নিদ্রা ছেড়ে জেগে উঠ সগৌরবে
মধু মঁজরিত দেহ নিয়ে ঘুম ভাঙ্গ আপন সৌরভে
চেয়ে  দ্যাখো ভরা নদী স্রোতে ভেসে কি করে
উদাও হয় অবাধ সাগরে।


ওরে অবুঝ?ভাসিয়ে দিয়েছ তরী-
নিশা নীল তোমার  স্বপ্নের সায়ওরে-
শুয়ে মৃত স্বপ্নে খোঁজ মিথ্যা ভালোবাসা
চৈতন্য না হয়েই মনিময় মুক্তা খোঁজ কল্পনার ঘাসে
তোমার এ রূপে সর্বব্যাপী ব্যঙ্গময় মূর্ত বিভীষিকা
মূর্খমূর্তি সংক্রমিত কি করে পূর্ণ হবে বলো তবো আশা।
  ----------------------------------------------
প্রকাশিত আলোর ভোর পত্রিকায়-
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
-----------------------------------------------------