------বায়না যদি বেশি হয়"
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
বায়না যদি বেশি হয় দিতে তো পারব না
কিছু পুঁজি জমা আছে চাইলে দিয়ে দিবো
মেলা থেকে কিনে যত্ন করে রেখেছি
সুন্দর চকচকে তুমি বসে অথবা দাঁড়িয়ে
যাতে মনের মতো করে সাজতে পারো
সেই অনুপাতে একখানি আয়না।


যে খাটে ঘুম যাই ঠিক তার বাম পাশে
আরও কিছু জমা আছে
হাতের চুরি-কানের দূল,নাক ফুল,
কয়েকটা শাড়ি মন্দ না-দেখলে খুশি হবে
আর কি আছে বলব তোমার জন্যে অনেক--
ভালবাসা এক সাগর হবে।
তুমি জল হয়ে থৈ থৈ করবে
আমি পালতোলা নৌকো হয়ে
সাগর পাড়ি দিব চিরচেনা পথে-
তারপর পৌঁছে যাবো কামনার ঘরে
আমি কৃপণ নই প্রিয়া পূর্ণজলে ভরা
এ সবই তোমার তৃষ্ণার ফল।
তৃপ্তিভরে খেয়ে ঘরখানা সাজাবে সুন্দর-
আর আমি মেঘহয়ে অমৃত বর্ষণে
এতো বেশি দিবো প্রিয়া মনের দরদ-
তুমি ভেবনা আমার কাছে নেই কোনো মন-
চেয়েচেয়ে  দুজনেই চলে যাবো আপন ভুবন।
-------------------------------
রচনাকাল ইংল্যান্ড
২৯ মার্চ ২০১৬
সময় ২:৩০-) আলোর ভোর
পত্রিকায় প্রকাশিত।
লেখক কর্তৃক সংরক্ষিত।
--------------------------++