---উদাসিনী প্রিয়া"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
প্রথমও যৌবনে---
প্রেম অর্ঘ্য হাতে নিয়ে তুমি নারী এসেছিলে
আমার জীবন মাঝে ইচ্ছার আননে
কতফুল ফুটেছিল রাশিরাশি আমার লাগিয়া
হে তরুণী? আরবের বালিয়াড়ি উচ্চতায়-
সেইদিন তুলেছিলে কি নব ঝংকার
শত দুঃখ দূরে গেলো পেয়ে সুখভার।
সেইদিনের সঙ্গী মোর ওগো প্রিয়া?
মনে তাই পড়ে বারবার।
লাজবন্তী হৃদয়ের সুভ্রূ আসনে-
ভালোবেসে দিয়েছিলে স্হান-প্রেম আবরণে।
আমার মানসী প্রিয়া-ওগো? প্রতিমার বেশে-
এসেছিলে অতি ধীরে মৃদুপায়ে লাজ হাসি হেসে।
ভুলতে পারিনা আজও রয়েছ হৃদয়ে-
মনে পড়ে ওগো প্রিয়া আরব দুলালী
ভাবি তুমি আছ কতদূরে?
তব হাসি তব নৃত্য কত লীলা কত চঞ্চলতা-
প্রাণে জাগে দিনরাত্রি চিত্ত মরে ঘুরে-
মনে হয় উড়ে যাই-লোহিত সাগরে।
কোথায় তুমি?


আজি মোর আশা নাই ভাষা নাই লাজ লঙ্গী রাণী-
অতৃপ্ত কপালে,স্বপ্নে এসে রাখতে যদি তব হস্তখানী।
পায়েতে নূপুর পড়ে নীপবনে অস্তাচল পারে-
ওগো প্রিয়া যদি এসে আলো দিতে
হৃদয়ের গভীর আঁধারে।
আসতে যদি ফিরে প্রিয়া জাগ্রত বেশে-
বিমল সরসী জলে কত হাসি কত গান কতনা পুলকে
নিদ্রাজড় দেহখানী তৃপ্ত হতো আনন্দ সম্ভারে।
এখনো রয়েছ তুমি রয়েছ হৃদয়ে--
তব নৃত্য চঞ্চলতা সঙ্গোপনে মর্মগ্রাহী রয়েছ লুকায়ে।
মাঝেমাঝে এ হৃদয় বেদনা বাড়ে,উঠে ব্যাকুলী-
স্বপ্নবৎ ছায়ামূর্তি কতস্বাধ কতনা বাসনা-
আকুলি ব্যাকুলী(দেওয়ান আব্দুল বাসিতের তনু-
বায়ু শ্বাসে জ্বালা উঠে বাড়ায় লাঞ্চনা।
শ্যামা রাত্রি অবসানে----
রোমাঞ্চ বাহুর শিথান কাঁপে  হারানো হিয়া
ভোরের পবনে উড়ে,হায়- উদাসিনী প্রিয়া।
----------------------------------------
প্রকাশিত কবি-
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
--------------------------------------