-----অন্তরীণ"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী


মন পুড়ে ছাই হয়ে দেহে থাকে মিশে
জীবনের কিছু কথা আছে
কিছু ব্যথা জমা থাকে মনে।
কিছু কথা উড়ে যায়
কিছু গল্প পরে থাকে রাতের জ্যোত্স্নায়
কিছু শব্দ তোলপাড় তুলে
বেদনার কান্না হয় চলে যায় জলে।


জীবনের কতো কথা উঠে মনে,
ঢেউ তুলে অন্ধকারে
নিরব স্তব্ধতা পেয়ে অন্তরীণ দেহে
ওই মুখ দেহ নিয়ে কামুকের বেশে
গভীর ব্যাকুল হয়ে শব্দ করে আসে
মন পুড়ে ছাই হয়ে দেহে থাকে মিশে
ছাই নিয়ে উড়ি কতো অজানার দেশে।
----------------------------------------
প্রকাশিত কবি কবিতার
ওয়েবসাইট।
জনপ্রিয় সময় পত্রিকায় প্রকাশিত।
লেখক কর্তৃক সংরক্ষিত।
Richmond
England , 16 june 2016
at- 12:16
----------------------------------