------------আমার কলম"
--------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
আমার কলম- রাশি রাশি ভাবনার ক্ষুধার্থ মানুষ শুকুনের কলঙ্কিত নিশ্বাসের-
সব জিজ্ঞাসার বিবেক,
চিরচেনা ন্যায় অন্যায় প্রতি কন্ঠের প্রশ্নত্তোর।
আমার কলম- গিরিতরঙ্গিণী মিশে সাগরে সকল-
প্রজাতির স্বাধীণতা খোঁজে-
খুজে ফিরে অস্তিত্ব ধর্মজাতী বংশকুল অন্ধত্বের।
ক্লান্ত পাখিরা আশ্রয় নীড়ে ফিরবে
নিরাপদে গোধুলী বেলা-


হাজার পথ পাড়ি দিয়ে আমার কলম ঘুরতে যায়
আকাশের আলোর নক্ষত্র মেলায়।
আমার কলম- সদা জাগ্রত-
প্রতি মুহুর্তের বর্তমান আর সদ্য অতীত-
বিশ্বমায়েদের সন্তান প্রসবনে ক্ষণিক বহমান কান্না
সন্তান দর্শনে হৃদয়ের গভীর আনন্দে চুমুকে মহাসিন্ধু।
প্রেমিক প্রেমিকার অনল হৃদয়ের না পাওয়া দীর্ঘশ্বাসের
কুহক বেদনার নরম প্রলেপ পরশে পবিত্রসুর
আমার কলম- আকাশনীলে কোমল পুস্পপটের
সত্যের সন্ধানে আলোর বর্ণচ্ছটা আনন্দসুর।
উদাসী বাতাসে ব্যর্থ নিশ্বাসের জ্বালায় আলোকশিখা
মানুষ নামের কিছু প্রজাতি অজগরী স্বভাবের
বাঁচার বাড়াবাড়ি সঞ্চিত রাখে অজস্র সম্পদ
মানুষ জীবন- শিকলে বাঁধিয়া দৈব বিরাণ প্রান্তরে
সকল সম্পদ পিপড়ার পিল পিল,
তুমি জীবনের জীবন- মানুষ জয়িত অন্যায়
দুর করে আমার কলম খোঁজে মানবও জীবন।
--------------------------------------------------
প্রকাশিত আলোর ভোর
পত্রিকায়। লেখক কর্তৃক সংরক্ষিত।
কবি ও কবিতার ওয়েবসাইট।
লন্ডন থেকে।
03:35
------------------------------