মানুষ মানুষের বন্ধু"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
---------------------------------------------
দেখছি মৃত্যু শুধু- সারি সারি আরও মৃতদেহ
প্রাণেতে প্রাণ নেই, নিথর দেহটি উড়ে গেছে
বিস্ফোরক বোমার মতন-
দূরপারে আকাশের দীপ- নীহারিকা অশ্রু চোখে
কালোরঙ করেছে ধারণ।
চারিদিকে আচ্ছন্নতা সমুদ্রের ফণী ধেয়ে আসে
অজস্র প্রাণ খোঁজে দৃষ্টি চোখে কোথায় শূন্যসীমা
বাঁচার আকুতি সুর নিঃশোষিত অনন্ত নীলিমা।।
শত আশা নিয়ে প্রাণসব,চেয়ে থাকে চায়া পথ ধরে
সময়ের কাজ সময়ে না করে, দেরি হয়ে গেল বলে
কেউ আর ফিরেনি ত' ঘরে-


সমুদ্রের গহন হতে মৃত্যু ধেয়ে এসে কেড়ে নিল প্রাণ
স্বজন প্রীতিজন হাতে নিয়ে প্রদীপখানি খুঁজে ফিরে
বারবার--
হারিয়েছে বন্ধু ভাই বহুদিন হয়ে গেছে পার।
ভোরের চোখে ভাসে অগণিত অশ্রুকোণা
কাতরে লুটায় সবুজ ঘাসে
কেঁপে ওঠে ধরণীর অতীত প্রাণীর পদশব্দের করুণ চিৎকার------
প্রতি ঘরে মর্মদহ দেহে ওঠে'শোকের ধ্বনি-বেদনার।
বসন্তের সোনা রোদ মলিন ছায়া ধরে কাঁপে যে লগনে
সদ্য ধৌত রেখে গেছে ফণীর রাক্ষসী চিহ্ন প্রতি প্রাঙ্গণে
ঘরে ঘরে বিষণ্ণ মায় নিখিলের বেদনার হিয়া---ভাই বন্ধু বেঁচে যারা অবরুদ্ধ অশ্রু চোখে পাষাণে স্হবির।
আকাশের বুক থেকে নক্ষত্রের প্রদীপ জ্বালিয়ে
সাহায্যের শুভ অভিযান---
মানুষ মানুষের বন্ধু--- হিমাহীত অন্তরে পায় উষ্ণতার সন্ধান।
----------------------------------------------
প্রকাশিত
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক স্বত্ব কর্তৃক সংরক্ষিত।
-----------------------------------