----------ছন্দময়"
------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
তুমি ওগো শুনছো আমার কথা শোনো?
মন দিয়ে শোনো-ওই যে ওই সবুজ,পাহাড়ের পথ
ধরে-একা যেও না কখনও-আমার বুক ধরপর করে। দীপ্তমান দেহ মুক্ত করে অজস্র বালির স্তূপে
কুঞ্চিত চুলের গুচ্ছ ছেড়ে দাঁড়িয়ে থেকো না
তোমার রূপের জ্যোতি দেখে কি জানি কি হয়-
আমার বুক ধরপর করে ।


তোমার নরম হাতের ইশারায়
আকাশের কৃত্তিক নক্ষত্র চাঁদের আলোয় ডেকো না
যদি তোমার রূপের জ্যোতি পরে নিভে যায়
আমার বুক ধরপর করে।
দরদ গলায় সুর দিয়ে সুর কর না ঘুমের পাখিরা
তোমার সুরের কণ্ঠ শুনে যদি জেগে যায়,
মৃসন কোমর ছন্দময় প্রভাহিত করে আধারে যেওনা-
বিচিত্র পৃথিবী চেয়েচেয়ে দেখবে তোমায়-  
আমার খারাপ লাগে আর বুক ধরপর করে।
মায়াময় আঁখির চাহনি দিয়ে কাননের পানে দেখো না
যদি কীবা ছেড়ে চলে আসে বনের তিতির
সবিন্যস্ত বেনীর বাঁধন এলোমেলো খুলে দিয়ে  উড়াইওনা আমার খারাপ লাগে।
আর বুক ধরপর করে-তাই বলি ওগো সখি শোনো
পৃথিবী জুড়ায়ে আছে কত সবুজের ঘর মিশিয়াছি
আমি কত গিরি নদী বুকে তৃষ্ণার বিচিত্র প্রেমের আলিঙ্গনে-বালাখানা আলো করে বসে থাকো
বেগম জোবায়দার মতো। আমিও প্রেম দিব বাদশা হারুন অর রশীদ হয়ে-হৃদয়ের মোম জ্বালিয়ে- আলোকিত প্রহর করিব অবিরত।
-------------------------------------------
প্রকাশিত কবি কবিতার
ওয়েবসাইট।
প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়।
লেখক কর্তৃক সংরক্ষিত।
  ----------------------------------------