-------ন্যায়ের বাতাস "
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
মনের ইচ্ছে মতো কবিতা লেখা হয় না
খুব মন চায় প্রতিবাদ করি অন্যায়ের
ধিক্কার জানাই ভাষা জানা নেই কি করে
সমুচিত জবাব দেই-
তাই আমার মনে বিষম অনুশোচনা হয়।
তার পরেও অন্তরের দুয়ার খোলা রেখে
অতিক্রান্ত হওয়ার চেষ্টা করি
জমা থাকা প্রতিবাদের কথা নিজস্ব সিন্ধু থেকে
বাহির করে পৃথিবীর প্রবাল ঢেউয়ের সামনে দাঁড়াই।
তখনই বাতাসের ধ্বনি শুনতে পাই নিষ্পোষিত
করুন ক্রন্দনের অবরুদ্ধ আরশীর চিত্কার
এতো কিছুর পরেও মনের গভীর থেকে ন্যায়ের
ন্যায্য দাবী নিয়ে ধ্বনিত হয় শব্দের প্রপাত।
একদিকে জীবন্ত মানুষ মেরে
অন্য মানুষের আনন্দ উল্লাস-
মেঘমালা ছুঁয়ে ছুঁয়ে অন্তর ক্রন্দনের
জল নিয়ে আসে অজস্র শ্বাসের দুঃখের দীর্ঘশ্বাস।


হয়তো একদিন আমার লেখার সুদিন আসবে
দুঃখী মানুষের দুঃখ দূর করে গাছের পাতায় পাতায়
নতুন ভোরের আলোর দর্পণে ঝলমল করবে
আর শুভদিনের আনন্দ সুরের মূর্চণায়।
আত্মার সৌভাগ্য সৌরভে বহিবে সুবাতাস
সেই আশায় আমার প্রতিবাদী শ্বাস নিয়ে
অনবরত ঘুরিতেছে  ন্যায়ের বাতাস।
------------------------------------------------
প্রকাশিত জনপ্রিয় আলোর ভোর পত্রিকায়
লেখক কর্তৃক সংরক্ষিত।
কবি ও কবিতার ওয়েবসাইট প্রকাশিত।
-----------------------------