নিয়ে আসে ঘুমের কাজল"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
-----------------------------------------
এই পৃথিবীর  এত লোভ লালচে তুমি যে
ধারালো অস্ত্র নিয়ে যাকে মারতে যাচ্ছ-
সে ও শান দিয়ে রেখেছে তোমার অস্ত্রের
জবাব দিতে।
তুমি যদি ভালবাস পৃথিবীর আলো বাতাস জল-
মানুষ হয়ে মানুষের ধনের প্রতি এত লোভ কেন ?
আগুন জ্বালিয়ে নয়-----
পানি দিয়ে আগুন নিবারণ করতে হয়।
অস্ত্র দিয়ে যদি অস্ত্রের জবাব হতো
সবুজ ধরণীর জল স্হল অস্ত্রের ঠোকাঠুকিতে
হয়ে যেত চূর্ণ বিচূর্ণ।


পৃথিবীর জল আর কত করিবে  রক্তের সাগর  
হিংস্রতায় ধ্বংস হয়েছে কত গ্রাম নগর--
এখনও সময় আছে যে বন্ধু ভালবাসা দিয়ে
মৃওিকা সবুজ করি ফুলে ফসলে,
এস বন্ধু তোমায় যে বলি।
ফলাই সোনার ফসল বন্ধনে--
আনন্দে স্পন্দন তুলি এ হৃদয় মন্দিরে
তুমি আমি মিলে মিশে চলে।
এখনও নদীতে জল ধীরে ধীরে ভাসে-
এখনও রোদের আভায় ধরণী যে হাসে
আলো দিয়ে ধীরে ধীরে খেলা করে অবিরত-
এখনও চাঁদের আলোয় নিয়ে আসে ঘুমের কাজল,
তাই তুমি এস বন্ধু লোভ হিংসা ফেলে
সবুজ ঘাসের বুকে মিশে যাবো------
ভালবেসে হেসে খেলে তনম্নয় নিয়ে।
---------------------------------------
লেখক স্বত্ব কর্তৃক সংরক্ষিত।