----জ্ঞানের শুভ্র গানে"
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
তোমাদের জন্যে কবিতার গভীর আহ্বান
গোপন জ্বালার অন্তদাহ্ যন্ত্রণার
দেহ ছেড়ে তোমরা পড়তে আসো,  
কবিতা তোমাদের নিয়ে যাবে মনের আনন্দে হেসে
গোলাপের মৃদুঘ্রাণ সৌন্দর্যে ভরা কুসুমের দেশে।


কবিতার ভিতরে আছে নীলবর্ণ সবুজ পৃথিবীর স্বাদ
আশ্চর্য পূর্ণিমার মতো চেয়ে দেখা আলোর সমস্ত দর্শন
প্রেমিক মনের চেতনার সুর তুলে এসো
পড়ে দেখো জ্ঞানের বর্ষণ। পড়ে পড়ে
জ্যোত্স্নার কোমল আলোয়  মিশে যাবে নতুন চরিত্র
নিয়ে আগামীর দিকে,
হিংসার ঘুম ভেঙে সত্ হৃদয়ে চেয়ে দেখো।
সন্ধ্যার জোনাকীরা জ্বলে নিভে
দুলিয়ে কতো নিত্য করে আপন জ্ঞানে,
কবিতার আহ্বান, মনের মনোহর দিতে চায় প্রাণের তৃষ্ণায় জোছনার আলো ভরে প্রেমের বিস্তারে,
তোমাদের হৃদয়ে জাগিয়ে দিতে জ্ঞানের শুভ্র গানে।
-----------------------------------------------------
প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়।
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
------------------------------