এখনও যে বেঁচে আছি""
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
----------------------------------------------
সুখদুঃখের ধ্বনি শুধু চারিদিকে বিলাপের করুণ সুর
একবার নয় বারবার মৃত্যু এসে দেখে যায় পৃথিবীর কতশত কাফন চোর।
শরীরি আলিঙ্গনের মন ছাড়া--
বিরহ বিচ্ছেদ বড় ভয়ানক নিষ্ঠুর
যাতনার বিষে মগ্ন মৃত্যু সত্য উদ্দাম হাওয়া
আসমানের নীচে আছি পৃথিবীর উপর
প্রতিদিন'ই সূর্য আসে দেখি তাই ভোর।।
মাটির তলে চলে যাবো বলে বলে বেঁচে থাকি রোজ-
মজার পৃথিবী নিয়ে ভাবি কতশত----
সময় ত' চলে যায় করি শুধু হেলা
যেখানেই যাই কানে আসে মরনের খোঁজ।
পৃথিবী আমাকে গিলে খেতে অনেক বার চেয়েছে
নদীর জলে গাছের তলে গহীন ও জঙ্গলে
মরনের ধমক দিয়েছিল একদল বানরে


একবার পড়ে মরে বেঁচে গেছি জাহাজের তলায়
আমার কাফন চুরি হয়ে গেছে বলে--
কবরের মাটি সব জঙ্গলে লুকায়।
বাবা গেছে মা গেছে দাদা দাদী কেউ নেই ----
নেই নানা নানী -
কার কাছে শুনবো আর অমৃতপূর্ণ বাণী।
মশারা রক্ত খায়-বেঁচে আছি দেখে
কবে বিদায় হয়ে যেতাম পৃথিবীতে দৌড়াতে দৌড়াতে
মাথা ঘুড়ে পড়ে----
জাহাজের পাটাতনে কিংবা সাগর কিনারে।
গত দুইদিন পূর্বে জ্বর হয়েছিল ঘাবড়ে গিয়েছিলাম
হঠাৎ বিমারে---
সাপের কামড়ে ও এত বিষ নেই
যত বিষ মানুষের কামড়ে।
দুধে জল, জল নয় বিষ খেতে দেয়
এবার এ' প্রাণ বুঝি আর যাবেনা বাঁচানো--
আসমানের কালো রংঢং উড়ে গেলে দেখি
বিষের পিয়ালায় ভরা আছে আবেহায়াৎ আর জমজমের জল মিশানো।।
------------------------------------------
প্রকাশিত--
কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক স্বত্ব কর্তৃক সংরক্ষিত।
--------------------------