মোরা কার কাছে থাকবো বলো নিরাপদে,
অপ মৃত্যুের হাতছানি মোদের পদেপদে।
শিশুর জন্য নিরাপদ ছিলো পিতামাতার কোল,
যারা ছিলো ঝঞ্জা বিক্ষুব্ধতেও সন্তানের আশ্রয় স্থল। আমরাতো আজ পিতামাতার বলির স্বীকার,
আমাদের অপমৃত্যে সবাই যেন নির্বিকার।
তোমাদের পুরানো জন্জালে মোরা কেন বন্দী?
অন্যকে ফাঁসাতে মোদের নিয়ে কেন আঁটো ফন্দী? পিতামাতার প্রেম নিবেদনের ফসল আমরা,
যদি হও পাপিষ্ঠ তবে তা বহন করবে তোমরা।
কোন অপরাধে আমাদের ছুড়ে মারো,
কোন অপরাধে ব্যাগ বস্তা বন্দী করো?
কোন অপরাধে আমাদের গলে ছুরি চালাও?
কোন অপরাধে আমাদের বলিদান দাও?
তোমাদের বুকে কি একটু মায়াও হয়না?  
মায়াবী মুখস্মৃতি  কি একটুও দেখনা?
আমার ছোট্ট মুখটি দেখে কি মায়া লাগেনা?
ওমা আমিতো তোমার রক্তাক্ত ফসল,
দশটি মাস তোমার ঔরস ভুবনের হিরক খন্ড।
কেন আমাকে ফেলে দাও মা,
ও মা আমি বড় হয়ে আদর করে মা বলে ডাকবো,
তুমি কি আমার সে ডাকটুকু শুনবেনা?
বড় হয়ে মায়াবীনি বেনীতে ডানাকাটা পরী সাজবো,
তুমি কি সে সাজ দেখে নয়ন জুড়াবেনা?
হইত ভাবছো আমাকে কেউ কুড়িয়ে নিবে,
তবে আমার কি শুদ্ধ পরিচয় থাকবেনা?
মায়ের জাতিরা না মায়াবিনী দরদী হয়?
ও মা তবে কেন আজ পাশান্ড হয়ে,
নির্জন জংগলে আমাকে রেখে যাচ্ছো?
ও মা আমার নরম শরীরে পিঁপড়া লাগবে,
পোকে কামড় দিয়ে কুরে কুরে খাবে।
হিংস্র প্রানীরা কচমচ করে চিবাইবে মা,
তুমি কেমনে সইবে মা?
ওমা আমাকে বাঁচতে দাও,
আমাকে ফেলে দিলনা মা।