প্রীতিময়ী গীতি যত
    মাঠে যায় মারা,
ব্রহ্মপুত্রে বয়ে যায় যবে
    নিঃসঙ্ঘ ধারা।
চারিপাশে ভরা বিষাদ
বায়ু বহে শুধু নিনাদ
আকাশেতে অবলা চাঁদ
     মনে করে তাড়া ।


ঝরে পড়া জোছনা লয়ে
     নৃত্য করে পানি,
টানি তব স্মৃতি স্মরে
     দুঃখের গ্লানি ।
তবু আমি তব ভেবে
যাব শুধু স্মৃতি সেবে
খুঁজে কি গো কভু নেবে;
     তাহা,   দেয় নি মনে নাড়া ।