ইন্নাস্ সালাতা তানহা,
আনিল ফাহশায়ি ওয়াল মুনকার।
নিশ্চয় সালাত বিরত রাখে,
অশ্লীলতা থেকে, যা কদাকার।


রবের ঘোষণা এটা কোরআনে,
মুসলিমেরা কি তা আর না জানে?
ছুটে চলে মসজিদ প্রঙ্গনে,
সালাতের আহবান আজানে।


সালাতের প্রতিটি ওয়াক্তে,
মসজিদ ভরে দ্বীন ভক্তে।
তার পরও পরিনত হয়ে যায়,
সালাতীরা তাগুতের ভক্তে।


কেন আজ পারছেনা সালাতে,
মন্দ থেকে দুরে রাখতে?
প্রকৃত সালাত নয় ব্যার্থ,
মন্দকে দুরে ঠেলে সরাতে।


হচ্ছে না সালাত আজ সে মতে,
শিখিয়ে গেছেন নবী যে পথে।
সালাতে করছি শুধু ওঠা-বসা,
দিচ্ছি না মনোযোগ শিক্ষাতে।


সালাতের প্রতিটি স্তরে,
প্রতিটি আরকান আহকামে
শিক্ষা সাজানো থাকে থরে থরে,
প্রকাশ যেটার হয় কাজে কামে।


সালাতে পঠিত সব আয়াতের,
অর্থটা জানা থাকা জরুরী।
সালাতের প্রতিটি রাকাতে,
পাওয়া যাবে শিক্ষাটা দরকারী।


আসলে সালাত আজ হচ্ছে না,
অন্যায় থেকে দুরে রাখছে না।
সালাতে কোরআন পাঠ বুঝিনা,
সালাতের শিক্ষাটাও খুজি না।


সালাতের উপকার পেতে হলে,
বোঝা চাই তেলাওয়াতে কি বলে।
সমাজের প্রতি পাড়া মহলে,
শান্তি ফেরাবে তারই আমলে।