দুনিয়াতে সম্পদ যার বেশী, আখেরাতের হিসাব তার কষাকষি,
ধার্মিক আমি তাই দারিদ্র্যতাই ভালোবাসি।
আমার ধর্মীয় যত অনুষ্ঠান, আর যত প্রতিষ্ঠান,
চলুক তা ভিক্ষাবৃত্তিতেই, অন্যেরা করুক না হাসাহাসি।


আমার ভাইয়েরা যখন থাকে কঠিন বিপর্যয়ে,
ভিক্ষার হাত পাতিয়া রাখি ভিন ধার্মিকের পায়ে।
পারিনা দিতে কানাকড়িও ভাই হয়ে নিজ ভায়ে,
বিশ্ববাসীর নজরে থাকি জাত ভিখারী হয়ে।


সম্পদের নাই কোন প্রয়োজন শুধু নেকি দরকার,
নেকির জোয়ারে ভাসি আমি আর জাতি করে হাহাকার।
বসে বসে করি গায়েবী আমল সারাটা জীবনভর,
নাই কোন কাজ, নাই আবিষ্কার, প্রয়োজনে মানবতার।


ভিন ধর্মের আবিষ্কারে হয় মানবতার কল্যাণ,
যদিও কিছু ঢুকিয়েছে তাতে, যা করে অকল্যাণ।
আমি বসে করি কি, কি আছে আমার নতুন আবিষ্কার?
ছুড়ি আমি বসে ফতোয়ার বান, বসে বসে বেকার।


সম্পদের নাই দরকার তাই কোন কাজে নেই তাড়া,
সুচ হতে আজ বিমান করেছি অন্য কারোটা ভাড়া,
প্রভুর সৃষ্টি দেখিতে বুঝিতে অন্যেরা দেয় আকাশ পাড়ি,
আমি বসে তখন মাপিতে থাকি লম্বা কার কতটুকু দাড়ি।


মানবতা যখন করিছে হাহাকার, দিচ্ছে আমারে ধিক্কার,
মসজিদের কোনে আমি বসে করি আল্লাহু আল্লাহু চিৎকার।
মহান প্রভুর মহান বাণী পড়ে আছে আজ বেকার,
আমরা তাকে বানিয়ে ফেলেছি সঙ্গিতের বই এক চমৎকার।


মিথ্যা বাসনা, মিথ্যা শিক্ষা, মিথ্যা জ্ঞান আজ চারিদিক,
ধর্ম না মেনে শুধু উপাসনা করে হয়েছি আমি ধার্মিক।
ধর্মের বাণী ছুটে চলা এই জগৎ মাঝে দিক-বিদিক,
শাসন করা, সুষম করা, সমতা আনা আর্ধিক।