আমাদের সচেতনতা দরকার…
স্ত্রীর প্রতি স্বামীর সচেতনতা,
স্বামীর প্রতি স্ত্রীর।
পিতা-মাতার প্রতি সন্তানের সচেতনতা,
আর সন্তানের প্রতি পিতা-মাতার।
বোনের প্রতি ভায়ের সচেতনতা,
আর ভায়ের প্রতি বোনের।


সচেতনতা দরকার একে আন্যের অধিকারের,
একে অন্যের দুর্বলতার,
একে অন্যের সীমাবদ্ধতার,
একে অন্যের সহজাত প্রবণতার,
একে অন্যের আবেগময়তার,


কিছুটা বুঝেও নেওয়া দরকার…
কে কতটুকু ছেড়ে দিতে পারে,
কে কতটুকু মেনে নিতে পারে,
কে কতটুকু সয়ে যেতে পারে,
আর দায়িত্বটা কার কতটুকু ঘাড়ে।


খুব বেশি দরকার…
মিলেমিশে, বুঝেসুনে ভাগাভাগি করার,
কার কতটুকু ধরা আর কতটুকু ছাড়ার,
কোন পরিবেশে কার কী আছে করার।


তবেই হবো শুখী, সুখস্মৃতি মাখামাখি,
হলে তবে সচেতন তুমি আমি দেখা দেখি।