সঙ্গী...
সঙ্গী কাকে বলে???
সঙ্গে থাকলেই কি সঙ্গী বলা চলে?
তুমি আমার পাশে থাকলেই কি সঙ্গী হলে?
দৌহিক সঙ্গে কি সঙ্গী মেলে?


তুমি আমি পাশাপাশি তবু বিস্তর ফারাক,
চাই মাঝামাঝি সোজাসুজি প্রাচীর দাড়াক।


আমি যেন মহারাজ, রাজাধীরাজ,
আমি নই ছোট, করি নাকো ভুলকাজ।


আমার চতুর্পাশে যাহাদের বসবাস,
অনুধাবনে তাদের নেই অবকাশ।


আমি, তুমি, আমরা সবাই,
বুঝি, জানি, জ্ঞানী একাই।


তোমার মতে একাত্ম যদি আমি হই,
মান বাড়ে তোমার অনুসারী আমি রই।


হোক না মত, ঠিক তোমার পথ,
তবুও আছে আমার কিছু ব্যক্তিমত।


দেই না সম্মান তোমার মতের,
ভুগি রোগে আত্মঅহংকারের।


তুমি তোমার ব্যানারে, আমি আমার,
একই মত, একই বুঝ, পথ দু’টি দু’জনার।


তুমি আমি মুখোমুখি দাড়ানো,
লঘু অমিলে বিতর্কে জড়ানো।


তোমার আমার প্রকৃত দুশন,
তর্ক বাধিয়েই করে আক্রমণ।


সঙ্গে থেকে যদি সঙ্গী না হই,
তুমি আমি বোকা ছাড়া কিছুই নই।


তোমার আমার মনের তরঙ্গ,
একাকার হয়ে গড়বে প্রসঙ্গ,
সেটাই হবে প্রকৃত সংসর্গ,
তবেই গড়ে উঠবে মজবুত সঙ্গ।