আমি কারো চোখে - আগুন, বিদ্রোহ, ধ্বংসের হাওয়া,
আবার কারো চোখে - বৃষ্টির ধারা, বেদনার মধুরতা।
কেউ দেখে আমায় ছায়ার মতো মৌন,
আবার কেউ শুনে ঝড়ের গর্জন, ক্রোধের বজ্রনিনাদে আমার উচ্চারণ!
কেউ বলে - আমি এক বিপ্লবের উন্মাদ সুর,
কেউ ভাবে - নির্বাক কবির কলমে ক্ষতবিক্ষত গীত।
কেউ দেখে আমায় প্রেমিকের চোখে,
আবার কেউ শোনে আমার কণ্ঠে মৃত্যুর গান।
আমি পাহাড়ের স্তব্ধতা, আবার সাগরের গর্জন,
আমি রাতের চাঁদ, আবার দিনের রৌদ্রবিষণ্ণতা।
আমি কারো মনে আশ্বাসের হাতছানি,
আবার কারো স্মৃতিতে ঘূর্ণির মতো উল্কাপাত।
আমি কেমন তা নির্ধারণ করে না আমি,
আমি সেই আয়না, যেখানে প্রতিটি চোখ দেখে নিজেকে।
তাই আমি কবি, যোদ্ধা, প্রেমিক কিংবা পরশুরাম
যার রূপ অনির্ধারিত, অথচ সত্য।