এখন আরো বেশি ক্ষিদা লাগে
অভুক্ত থাকলে বেশ যন্ত্রনাও হয়,
গরিবের এই না-খেয়ে থাকার কষ্ট
লাঠি মেরে লোকানো সম্ভব নয়।


তবু অনেকটাই সৈরাচারি নিয়মে
চেষ্টা চালানো হয় প্রকাশ্যে!
অবশ্য এমনটা হবারই কথা


নব্বই এর পর কার্ফিউ ভাঙ্গার
সাহস করতে পারেনি বাঙালী,
হয়তোবা একাত্তরের পরে আর
একটাও বীরও জন্মায়নি এদেশে।


তাইতো রিলিফের চাল পেয়ে
ভুলে যাই অধিকারের কথা,
নির্লজ্জের মত দিয়ে যাই
সীমাহীন উন্নয়নের স্লোগান!