শহর নগর আর গ্রামগন্জ
আজ জনমানব শূন্য ;
ক্ষুদিত জনতা আজ নিরবিচ্ছিন্ন।
দেশ বিদেশে আজ মৃত্যুপূরী
বেছে নে পথ দৃঢ় শপথের
যে পথ দেবে মুক্তির বাণী
ঠান্ডা বাতাস বয়ে,আনিবে শান্তি টানি।
প্রকৃতির এই হিংস্র শোকে
প্রতিজ্ঞা কর অন্ধ চোখে,খুলে দিয়ে মন
বাজাবে না আর দূষণের দামামা
ফিরিয়ে দেবে প্রকৃতির সিংহাসন।
ফিরে আয় আলোর পথে
যে পথে নিত্য সূর্য ওঠে
প্রকৃতি ফিরবে আপন রূপে
ভালো যদি বাসতে পারি,
আমরা আবার নতুন করে।