আমার সোনার মানচিত্র কেন বারবার রক্তলাল
তবে কি রাত জাগা স্বপ্নের পাখি খুজে পায়নি সকাল?
কেন বারেবার রক্তে রন্ঞ্জিত আমার জন্মভূমি
হে স্বাধীনতা,
কত রক্তের বিনিময়ে আপন হবে তুমি?
চারিদিকে দেখি শুধু লাশের বাহার
আমার বোনের করুন কান্না আর মায়ের হাহাকার!!
রক্ত আগুন জ্বলে বুকে,হে স্বাধীনতা শুনো
আমার নদী রক্তে ভাসে তুমি কার পুকুরের বুনো?
স্বাধীনতা তুমি কেনো এতো নিষ্ঠুর
কত বাবার স্বপ্ন বিলীন তোমায় পাবার নেশায়
কত সন্তান বাবা হারায়
তোমায় দেখার আশায়!!
হে স্বাধীনতা,
তুমি হায়না? নাকি আদমখোর, বলো আমায়
রক্ত চুষে করছো মেধাশূন্য আর ডাকছো আধার ভোর।
আরো চাই? নিয়ে যাও তবে আমার এ প্রাণ
তবু একবার,শুধু একবার দেখা দেও তবে,
আঁকড়ে ধরবো তোমায় আর যতন করে রাখবো
স্বাধীনতার সে অমৃত ঘ্রাণ।।