সেই অপূর্ণ বিকেলের আলোয়
আমি অপূর্ণ দহনে দগ্ধ
অনুভূতির সাথে আমি
করছি সারাবেলা-যুদ্ধ,


সেই অজানা প্রান্তরের ঘাসগুলো
অচেনা মুখোশের সৈনিক হয়ে
নিয়মের বিরুদ্ধে করছে যুদ্ধ


সবকিছুই যেন ঘটছে মনের অজান্তে
বক্ষ মাঠের ওই দক্ষিণ প্রান্তে
মাঠের ভেতরের খনিজটাও
স্থির,অচঞ্চল বিকেলের আলোয়
অপূর্ণ দহনে দগ্ধ।