আমার সাথে লুকিয়ে থাকে কত দুঃখ,
কত বাস্তব কে চাপা দিতে হয়,
কত সরলতাকে ধোকা বানানো হয়,
কত পাপ-পূন্যও করি সূক্ষ,
কিছু রাখে তার হিসেব কিরামান,
কিছু রাখে কাতীবিন।


কত পরিচয়ের সাক্ষী আমি,
কত স্রোতে নিজেকে করি বানভাসি,
কত মনের গভীরতায় আমি,
খেটে মরছি হয়ে হয়ে চাপরাসি।


আমার সূখের কত কান্না জমে আছে,
পারিনা করতে সে ভাবের প্রকাশ,
ভয় হয়,
কোনোদিন যদি ভুল বুঝে আমায়,
বন্ধ করে দাও আমার প্রতি তোমার পুষ্পবিকাশ।


কত হাজার,সহস্র,কোটি আবেগ, অনুভূতির বিনিময়ে,
অর্জন তোমার প্রতি অধিকার,
তোমার প্রতি বিশ্বাস,
সে হিসেব ও লিখে রেখেছে আমার,
পরম আত্মা অন্তর্বাস।