কাব্য রজনীর বিনিদ্র
এ দুচোখ জানে,
এ হৃদয় জানে,
লাল গোলাপি সন্ধ্যা মালতী জানে,
নবজাতক চাঁদ ও জানে,
কেবল জানো না তুমি
তোমায় নিয়ে নক্ষত্রের কোলে আমি কত জল্পনা করি।


হোক সে মেকি,
তোমার সঙ্গ ছলনা হলেও,
জীবনের সমীকরণ মেলাবোই আমি,
প্রয়োজনে দিবো শুভঙ্করের ফাঁকি।


কল্পনার সে সময়টাও যদি আরোও দীর্ঘায়িত করা যেত,
শৈশবের লিখা রচনার লাইনগুলোর মতো,
যদি একই বাক্য বার বার বলা যেত।


মিথ্যা হলেও তোমাকে চাই,
অনন্তকাল ধরে আমি,
ঘুম বা নির্ঘুম,স্বপ্ন বা কল্পনায়
তোমার ঘোরেই বাঁচতে চাই।